সিলেটের পথে কামরানের মরদেহ

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

সিলেটের পথে কামরানের মরদেহ

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটের পথে রয়েছে। আজ সোমবার (১৫ জুন) সকালে মরদেহ নিয়ে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা।

 

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এসব তথ্য জানিয়েছেন।

 

জাকির হোসেন জানান, সকালে ঢাকা থেকে মরদেহ নিয়ে সিলেটের পথে রওনা দেওয়া হয়েছে। দুপুরের মধ্যে মরদেহ সিলেট পৌঁছাবে। তিনি জানান, মরদেহের সঙ্গে কামরানের ছেলে আরমান আহমদ শিপলু, কামরানের ছোট ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য রয়েছেন।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ