সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ১৬ ফেব্রুয়ারি  (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে প্রভাতবেলাকে জানান সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধার করায় ট্রেন চলাচল এখন স্বাভাবিক। আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটিও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

বৃহস্পতিবার  বিকেল পৌনে ৩টায় মাইজগাঁও রেলওয়ে স্টেশনে সার বহনকারী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগিটিকে উদ্ধার করলে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ