সিলেটে সক্রিয় সাইবার প্রতারক চক্র, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

সিলেটে সক্রিয় সাইবার প্রতারক চক্র, গ্রেপ্তার ২

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে সক্রিয় একটি সাইবার প্রতারক চক্রকে চিহ্নিত করে ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টায় চৌকিদেখি থেকে মামুন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে সুনামগঞ্জ থেকে তার সহযোগী আফজল হোসেন ওরফে রিমনকে গ্রেপ্তার করা হয়।

পলাতক অপর আসামি জাবেরকে গ্রেপ্তারে র‍্যাব অভিযান চালাচ্ছে।

তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

তারা দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হ্যাকিং করে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে প্রবাসী ও বিত্তবানদের কাছে অর্থ দাবি করতো বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব-৯ এর সিইও লেফটেন্যান্ট কর্ণেল আবু মুসা মোহাম্মদ শরিফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ