সুনামগঞ্জে কিশোরীকে গণধর্ষণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  সুনামগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর গণধর্ষণের মামলায় যুবলীগ নেতা হাসানুজ্জামান ইস্পাহানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি দল গত বুধবার দিবাগত মধ্যরাতের পর সুনামগঞ্জের আরফিন নগর গ্রামের নিজ বাড়ি থেকে ইস্পাহানীকে গ্রেপ্তার করে। তিনি পৌর যুবলীগের সদস্য বলে জানা গেছে।

সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ জানান, গত ২২ জুলাই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ইস্পাহানীসহ আরো চারজন সহযোগী অপহরণ করে। পরদিন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়।গত মঙ্গলবার সুনামগঞ্জ থেকে কিশোরীকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। কর্পোরেট সংবাদ

মামলার তদন্ত কর্মকর্তা এসআই খোকন জানান, গতকাল বুধবার ওই কিশোরী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে ওই কিশোরী অভিযোগ করে, তাকে ইস্পাহানী ও তার সহযোগীরা অপহরণ করে সুনামগঞ্জে নিয়ে একটি নির্জন কক্ষে আটকে রেখে গণধর্ষণ করে। হিন্দু সম্প্রদায়ের ওই কিশোরী এবার সিলেট পিডিবি স্কুল থেকে মাধ্যমিক (এসএসসি) পাস করেছে।

আরও পড়ুন  সিলেটে বাসদ (মার্কসবাদী)'র প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাবেশ ও লালপতাকা মিছিল

পুলিশ জানিয়েছে, ইস্পাহানীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। তিনি সুনামগঞ্জ বাস টার্মিনাল এলাকায় নিয়মিত চাঁদা আদায় করতেন বলেও অভিযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ