সুনামগঞ্জে দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার, আহত ৬

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

সুনামগঞ্জে দূর্ঘটনা কবলিত বাস উদ্ধার, আহত ৬

মিজানুর রহমান মিজান:

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জানীগাঁও এলাকায় দুর্ঘটনা কবলিত বাস থেকে ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । সেই সঙ্গে বাসটিও উদ্ধার করা হয়েছে । গাড়ীর ভেতরে অন্তত ২০ যাত্রী আটকে পড়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও বাসের ভেতরে কোন যাত্রী পাওয়া যায়নি ।

 

সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে তাদের মধ্যে ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। বর্তমানে ৩জন চিকিৎসাধীন আছেন এবং তারা আশংকামুক্ত।

 

উল্লেখ্য, আজ (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় গেইটলক বাসটি সিলেট থেকে ২৫জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় আসামাত্র নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে তলিয়ে যায়।

 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস, দক্ষিণ সুনামগঞ্জ ও সিলেট ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল দুই ঘন্টা চেষ্টায় বাসটি উদ্ধার করলেও ভেতরে কোন যাত্রীর সন্ধান পায়নি।

আরও পড়ুন  আনা আনা নয়, সিলেটের ৪ খেয়াঘাটে ৫ গুণ ভাড়া

 

খবর পেয়ে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, পৌর মেয়র নাদের বখত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ