সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
এমদাদ চৌধুরী দীপু, নিউইয়র্ক: আমেরিকায় (এই রিপোর্ট যখন লিখছি) ্এখন সকাল ১০টা। গতকাল রাত ১০ টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত ওয়াল্ডমেটার তথ্যবাতায়ন নিউইয়র্কে মারা যাওয়ার কোন তথ্য দেয়নি।
খারাপ অবস্থা ওয়াশিংটন এবং কেলিফোর্নিয়া অ্গরাজ্যে। দুই অঙ্গরাজ্যে নতুন করে মারা গেছেন ৮জন। আক্রান্ত হয়েছেন ২৭০জন।গতকাল এই সময়ে এই দেশে আক্রান্ত রোগী ছিল ১,৮৮,৮৮১ জন। আজ সেটি ২,১৫,৩৬২ জন। আজ এখানে মৃতের সংখ্যা ৫,১১৩ জন। গতকাল ছিল ৪০৬৬জন। গত ১২ গন্টায় মাত্র ৪জন মারা গেছেন।
শীর্ষ আক্রান্ত অঙ্গরাজ্যের মধ্যে নিউজার্সীতে ২২,২২৫জন,কেলিফোর্নিয়ায়,৯,৯৩৬জন,নতুন করে আক্রান্ত ১২৯জন,নতুন মৃত্যু ৪জন,ফ্লোরিডায়,৭৭৭৩জন,মিশিগানে,৯,৩৩৪জন,মেসাজুসেটে ৭,৭৩৮জন,ওয়াশিংটনে ৫,৯৮৪জন,নতুন আক্রান্ত ১৪০জন এবং নতুন করে মৃত্যু ৪জন এমন খবর পাওয়া গেছে।
করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারন করায় এখন শোকের চাদরে পৃথিবীর শীর্ষ করোনা আক্রান্ত দেশ আমেরিকা। ।
এদিকে পৃথিবীর রাজধানী খ্যাত নিউইয়র্কে ১২ ঘন্টায় মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টায় মৃতের সংখ্যা ছিল ১৭১৪জন এখন কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিউইয়র্কে আক্রান্ত রোগীর সংখ্যা গতকাল সকাল ১০টায় ছিল ৭৫,৯৮৩জন। আজ ৮৩,৯০১ জন। এছাড়া অনেক রোগী ভালো হয়ে বাড়ি ফিরছেন।
এদিকে বাংলাদেশীদের মারা যাওয়ার খবর অব্যাহত আছে। কান্না থামছেনা বাংলাদেশী কমিউনিটির মাঝে। এ যেন স্বপ্নের দেশে বিষাদের একেকটি গল্প। আমেরিকার প্রেসিডেন্ট করোনায় প্রায় ২ লাখ মানুষের মৃত্যুর আশংকার কথা ব্যক্ত করেছেন। পুরো এপ্রিল মাস জুড়ে আতংক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।তবে আমেরিকায় এ পর্যন্ত রোগীর আরোগ্যলাভ আশার সঞ্চার করছে সবার মাঝে।
আমেরিকার চিকিৎসকরা মনে করেন আগামী সাত মাস এই রোগ স্থায়ী হতে পারে। এদিকে আক্রান্তদের মাঝে মৃত্যুর হার সাড়ে ৪শতাংশ বলে জানিয়েছেন একজন চিকিৎসক। এদিকে করোনা ঝুকিতে রয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা,প্রতিদিনই চিকিৎসকদের আক্রান্ত হওয়ার খবর আসছে।খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশীসহ এনওয়াপিডির পুলিশ আক্রান্ত হওয়ার খবর।
মসজিদের ঈমাম,মোয়াজ্জিন মারা যাওয়া এবং আক্রান্ত হওয়ার খবরে বিভিন্ন জনপদে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
করোনায় ভালো নেই নিউইয়র্কের গণমাধ্যম পরিবার। বিভিন্ন সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে,অনেক সাংবাদিক আক্রান্ত আছেন করোনাসহ বিভিন্ন রোগে। সাংবাদিক স্বপন মারা যাওয়ার খবর ইতিমধ্যে সবাই জেনেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি