হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৩

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন
হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ নবেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ জাহিদুল হক এ রায় দেন।

 

সাজাপ্রাপ্তরা হল, জেলার চুনারুঘাট উপজেলার জীবদর্শন গ্রামের শাকিল আহমেদ ও একই গ্রামের মো. সালাউদ্দিন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনসুর চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার নথির বরাতে তিনি জানান, আসামিরা ২০২০ সালের ২ অক্টোবর চুনারুঘাট উপজেলার একটি ঘরে কৌশলে প্রবেশ করে এক ব্যক্তির স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় মেয়েটি ৪ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি সালাউদ্দিন পলাতক ছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ