শাবি হল থেকে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

সংবাদদাতা, শাবিপ্রবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শাহপরাণ হল থেকে দুই ছাত্রকে ১৫ জানুয়ারি (সোমবার) বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ছাত্র ২ জন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। হলের একটি কক্ষের তালা ভাঙার সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের বহিস্কার করা হয়।
বহিষ্কৃতরা হচ্ছেন- শাবি ছাত্রলীগের তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতাই সাধারন সম্পাদক ইমরান খানের অনুসারী। সোমবার তাদের হল ছাড়তে নির্দেশ দিয়েছেন শাহপরাণ হল প্রভোস্ট মো. শাহেদুল হোসেন।
শাহপরাণ হলের প্রভোস্ট মো. শাহেদুল হোসেন গণমাধ্যমকে জানান, গত ৩১ ডিসেম্বর শাহপরাণ হলের সি ব্লকের ৪২৪নং কক্ষের তালা বহিষ্কৃত দুজন ভাঙচুর করার অভিযোগ উঠলে তা তদন্ত করা হয়। তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় বাংলা বিভাগের ২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক মিলন এবং খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের ২০১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ