নুরু হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদল মিছিল করেছে। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়।

রোববার দুপুরে নগরীর সুরমা মার্কেট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।  মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুচিত্র চৌধুরী বাবলু, কোকো স্মৃতি সংসদ সিলেট জেলার আহ্বায়ক সাইদুল ইসলাম হৃদয়, জেলার সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলার সহ সাংগঠনিক সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, আব্দুস সালাম, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলার সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, মহানগরের কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক মুকিত তুহিন, জেলার সিনিয়র সদস্য সবুজ আহমদ, জৈন্তা উপজেলা ছাত্রদলের য্গ্মু আহŸায়ক পাপ্পু দাস, মহানগর ছাত্রদল নেতা ইমাম মো. জহির, আলী বাহার, এএইচ রাসেল, দেলওয়ার হোসেন, রাসেল আহমদ, রেজওয়ান আহমদ, সাকিব মুন্না, সুমন আহমদ, দীপ ঘোষ, মাসুদ আহমদ, তানিম মাহমুদ, তারেক আহমদ, আকাশ আহমদ, আব্দুর রহিম, হৃদয় আহমদ, সাজ্জাদ আহমদ প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে নুরুল আলম নুরু’র হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি না দিলে সিলেট ছাত্রদলের পক্ষ থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। 

 

আরও পড়ুন  মেজর (অব.) সিনহা হত্যার চাঞ্চল্যকর মামলার রায় আজ

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ