সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
শাহ সুলতান আহমেদ , নবীগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার প্রায় পৌনে চারশ গ্রামের কয়েক লক্ষ লোকের চলাচলে ছোট- বড় প্রায় তিন শতাধিক সড়ক রয়েছে। এসব সড়কে জনগণ পায়ে হেটে আবার অধিকাংশ লোক বিভিন্ন যানবাহন যেমন – রিকশা, সিএনজি, ঈমা, অটোরিকশা, আবার বড় বড় রোডে বাস, যোগে চলাচল করতে হচ্ছে।এতে জনসাধারণ গাড়ির ভাড়া দিতে হচ্ছে চালকদের মনগড়া, এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বিভিন্ন সময় দেখা দিয়েছে মতবিরোধসহ হাতাহাতির ঘটনা।এমন ও হয়েছিলো মনগড়া ভাড়া আদায় নিয়ে চালক যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু এর পর ও নিয়ম মাফিক নেয়া হচ্ছেনা বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে ন্যায্য ভাড়া। একদিকে যেমন মনগড়া ভাড়া আদায় করে নৈরাজ্য সৃষ্টি করছেন চালক । অপরদিকে নিয়ম মাফিক ভাড়া না নেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। জানা গেছে- হবিগঞ্জ জেলার মধ্যে সর্ব দিক দিয়ে জনবহুল উপজেলা নবীগঞ্জ। ঐ উপজেলায় এলজিইডির হিসেব মতে প্রায় তিন শতাধিক সড়ক রয়েছে । ঐ সড়কে বিভিন্ন যানবাহন যেমন- রিকশা, অটোরিকশা, সিএনজি, ও ইমা গাড়ি চলাচল করে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এসব গাড়ির সাথে সংশ্লিষ্ট মালিক ও চালক তারা সরকারের কোন নিয়ম- নীতি তোয়াক্কা না করে মনগড়া ভাড়া আদায় করছেন তারা। এ নিয়ে দীর্ঘ দিন যাবৎ যাত্রীরা অনেক অভিযোগও ক্ষোভ প্রকাশ করলে ও নামেমাত্র অসাধু মালিক ও চালক সমিতির নামের সংগঠনের ইশারায় দিনের পর দিন বর্ধিত হারে ভাড়া আদায় করা হচ্ছে। নিয়ম অনুযায়ী যেখানে ভাড়া রয়েছে পাঁচ টাকা ঐ স্থানে ভাড়া আদায় করা হচ্ছে দশ টাকা । আবার যেখানে ভাড়া রয়েছে দশ টাকা ঐ স্থানের ভাড়া আদায় করা হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা । এতে দেখা গেছে সরকারের কোন নিয়ম- নীতি তারা তোয়াক্কা করছে না। বরং মনগড়া নিয়ম তৈরি করে সংঘবদ্ধ শ্রমিক সমিতির নামে কতিপয় লোকেরা এ ধরনের নৈরাজ্যে সৃষ্টির করেছেন বলে অনেক অভিযোগ উঠেছে। এ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকের মধ্যে রয়েছেন স্কুল, কলেজ,ও মাদরাসায় পড়–য়া প্রায় কয়েক হাজার ছাত্র/ ছাত্রী। সাত/ আট শত প্রাইমারি শিক্ষক/ শিক্ষিকা, দুই তিন শত হাই স্কুল ও মাদরাসার শিক্ষক/ শিক্ষিকা, এবং ব্যাংক, বীমা, কর্মকর্তা কর্মচারি এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন চালকদের নৈরাজ্যের শিকার হচ্ছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি