সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
আগামীকাল পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে ঈদ উল ফিতরের মতো সিলেটে এবারও খোলা মাঠে কিংবা ঈদগাহে ঈদের জামাত হবে না।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে এবারও দেশের কোথাও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের জামাতে মুসল্লিদের নিজস্ব জায়নামাজ নিয়ে মাস্ক পরে মসজিদে যেতে হবে।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর হযরত গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত হবে।
এছাড়া নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এরপর ৮টা, ৯টা ও ১০টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদে (বন্দরবাজার জামে মসজিদ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এছাড়া সিলেটের সবগুলো পাড়া-মহল্লার জামে মসজিদে ঈদুল আজহার জামাত নিজেদের সুবিধা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি