সিলেট মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সেলিমকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

সিলেট মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক সেলিমকে দল থেকে বহিষ্কার

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিসিকের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার ওপর আনীত অভিযোগ তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে মহানগর আওয়ামী লীগ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ । তিনি জানান, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ছালেহ আহমদ সেলিমকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না- জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।

 

তিনি আরো বলেন, কাউন্সিলর সেলিমের ওপর আনীত অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সভাপতি হিসেবে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির বাকি দুইজন সদস্য হলেন অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও জাহিদ সারোয়ার সবুজ।

আরও পড়ুন  জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 

বুধবার সন্ধ্যায় নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে সিলেট মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

সিলেট মহানগর আওয়ামী লীগের সূত্র জানিয়েছে, উপশহর মাঠে আয়োজিত নারী উদ্যোক্তা মেলার আয়োজকদের কাছে কাউন্সিলর সালেহ আহমদ সেলিম মোটা অংকের চাঁদা দাবি করেন। যার পরিপ্রেক্ষিতে মেলার আয়োজক তৃণমূল নারী উদ্যোক্তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে অভিযোগ দেন। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিষয়টি তদন্তের জন্য সিলেট মহানগর কমিটিকে নির্দেশ দেয়।

 

এঘটনায় গ্রাসরুটসের জাতীয় সমন্নয়ক অনিতা দাস গুপ্তা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করেন। এনিয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বৃহস্পতিবার সিলেট মহানগর আওয়ামী লীগ জরুরি সভা ডেকে অভিযোগের সত্যতা প্রাথমিক নিশ্চিত হওয়ায় কাউন্সিলর সেলিমকে বহিস্কার করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ