ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ প্রশংসনীয়|| মেয়র আরিফ

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ প্রশংসনীয়|| মেয়র আরিফ

ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়||মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বিচ্ছিন্নভাবে দুয়েকটি প্রতিষ্ঠান কিংবা মানুষের দ্বারা সমাজের সবাইকে সহযোগিতা করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়। সিসিকের বিভিন্ন কাজের সাথে তাদের কাজ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস রাখছি।

নগরীর কুমারপাড়ায় নির্মিত বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর বহুতলবিশিষ্ট প্রধান কার্যালয়ের ভবন ‘জমজম টাওয়ার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় জমজম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার আবদুর রহমান মাদানী, এ্যারকেপিটা-এর চিফ ফাইন্যান্স অফিসার আব্দুল মুঈজ চৌধুরী, অর্থমন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নাহিদ হোসেন, সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এম.আই. চৌধুরী এবং সিনিয়র সচিব এনজিও ফাউন্ডেশন-এর চেয়ারম্যান সি.কিউ.কে মোস্তাক আহমেদ।

আরও পড়ুন  চুরি হওয়া গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে জমজম এর কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী। অনুষ্ঠানে জমজম বাংলাদেশ-এর বিভিন্ন কার্যক্রম  তুলে ধরে জানানো হয়, জমজম-এর উদ্যোগে প্রতি বছর বিভিন্ন বস্তির শতাধিক কেন্দ্রে প্রায় ৩০০০ আর্ত ছিন্নমূল শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪০ হাজার শিশুকে ব্যাসিক লিটারেসি ও নৈতিক শিক্ষার আওতায় আনা হয়েছে।

 

এছাড়া সংস্থার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নিয়মিত  চিকিৎসা সেবা প্রদানসহ ৩ হাজার তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদান, শতাধিক সেলাই মেশিন প্রদান,  ১১৭ টি ঘর ও ১৮টি মসজিদ নির্মাণ এবং শতাধিক টিউবওয়লে প্রদানসহ সেবামূলক কাজের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় আরো জানানো হয়, জমজম বাংলাদেশ-এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৭ শতাধিক তরুণ-তরুণীর কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

জমজম প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ সুমি ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফেরদৌস আহমদ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন  দেশকে মেধাশূন্য করতেই চলে গণহত্যা : সিসিক মেয়র

 

উল্লেখ্য নগরীর কুমারপাড়ায় লন্ডন প্রবাসী লুৎফুন্নেছার দানকৃত ৮ শতক ভূমিতে নির্মিত ৬ তলা বিশিষ্ট ভবনে জমজম বাংলাদেশ-এর সেবা কার্যক্রম পরিচালিত হবে। ভুমিদাতা লন্ডন প্রবাসী লুৎফুন্নেছাকে জমজম-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ