সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
শনিবার লাহোরের জনসভায় দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।
গত ৪ বছর যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন পিএমএল-এন প্রধান নওয়াজ। তার বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগে মামলা চলছে। তবে গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের পর আবার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন নওয়াজ। বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে পাকিস্তানের হাইকোর্ট। এতে দেশে ফেরার পথ সুগম হয় তার।
নওয়াজ শরীফের ভাষণের অংশটুকু এক্স-এ পোস্ট করেছেন ভারতের উইওন নিউজের কূটনীতি ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিনিধি সিদ্ধান্ত সাবাল। সেখানে নওয়াজ শরীফকে বাংলাদেশের প্রশংসা করতে শোনা যায়।
ভাষণে নওয়াজ শরীফ বলেন, আজ যদি পূর্ব ও পশ্চিম পাকিস্তান আলাদা না হতো, তবে এর পরিধি অনেক বড় হতো এবং একটি ইকোনমিক করিডরে রুপ নিতো। ভারতও আমাদের সমীহ করতো।
তিনি আরো বলেন, বাংলাদেশ, যা সে সময় পূর্ব পাকিস্তান ছিল তাদের নিয়েই আমরা উন্নতি করতাম। আমরা বলতাম, পূর্ব পাকিস্তানে কারা থাকে? তারা পাট উৎপাদন করতো। আমরা বোঝা মনে করতাম। আমরা তাদের আলাদা করে ফেললাম। আর আজ তারাই আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। আর আমরা পেছনে থেকে গেছি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি