আরিফের বরখাস্তাদেশ স্থগিত

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  সিলেট সিটি করপোরেশনের মেয়র  আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ১৩ মার্চসোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে আরিফুল হক চৌধুরীর মেয়র হিসেবে দায়িত্ব পালনে আর কোন বাধা থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবী আবদুল হালিম কাফী।
তিনি বলেন, মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত; তাকে হয়রানিও করা যাবে না।

প্রসঙ্গত, কিবরিয়া হত্যা মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জের একটি আদালতে আত্মসমর্পণ করেন আরিফুল হক চৌধুরী। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ