কক্সবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

কক্সবাজারে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

প্রতিনিধি.চট্টগ্রাম♦ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাটিবাহি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকালে কক্সবাজার মহাসড়কের বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার মৌলভীপাড়ার শফিউল আব্বাসের ছেলে পিকআপের চালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক মো. তারেকুল ইসলাম বাবু (২২)। বাবু মুরারপাড়ার শাহাব উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বান্দরবানের লামা থেকে চট্টগ্রাম অভিমুখি সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। এতে ডাম্পার ট্রাকের চালক ও শ্রমিক নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আরো একজনকে। এছাড়াও গুরুতর আহত ৪ জন উপজেলা স্বাস্থ্যকমেেপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন  ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

 

 

কক্সবাজারের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আনিছুর রহমান সাংবাদিকদের জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ট্রাক চালকসহ ২জন মারা গেছে। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ