খুলনায় প্রতিপক্ষের হামলায় জেলা আ’লীগ স.সম্পাদক জামাল আহত

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮

খুলনার সংবাদদাতাঃ খুলনায় প্রতিপক্ষের হামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল আহত হয়েছেন।

 

সেসময় আরো ছয়জন এই হামলায় আহত হন। এছাড়া জামালের প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে বলে যায় যায়।

 

শুক্রবার ( ২৯ জুন) রাতে দিঘলিয়া উপজেলার নগরঘাট ফেরিঘাটে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংগঠনিক কাজে শুক্রবার বিকালে জামাল দিঘলিয়া উপজেলায় যান। সেখান থেকে খুলনা শহরে ফেরার পথে রাত ৮টার দিকে নগরঘাট ফেরিঘাটে ফেরির জন্য অপেক্ষা করছিলেন।

 

এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপের ২০-৩০ জন নেতাকর্মীরা অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

 

হামলাকারীরা জামালের প্রাইভেটকার ভাঙচুর করে। ফেরীতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় জামালের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ লাগে।

 

আহত হন জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, যুবলীগ নেতা সরদার জাকির, জামিল খান ও সুমন খানসহ দলের ছয়জন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন  সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান মারা গেছেন

 

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামালের গ্রুপের কয়েকজন নেতাকর্মীরা জানিয়েছেন, তিনি (জামাল) আগামীতে এই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে আগ্রহী।

 

বর্তমান সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার সমর্থনকারীরা ঈর্ষান্বিত হয়ে এই হামলা করেছে’।
দিঘলিয়া থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি’।

 

ওসি হাবিবুর রহমান বলেন, হামলা ও ভাঙচুর হলেও গুলির কোনো ঘটনা ঘটেনি’।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ