গাজার শরনার্থী শিবিরগুলো অনিরাপদ: জাতিসংঘ

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩

গাজার শরনার্থী শিবিরগুলো অনিরাপদ: জাতিসংঘ
পানি সংকটে অনিরাপদ হয়ে পড়েছে গাজার শরনার্থীশিবিরগুলো। জাতিসংঘের রিলিফ এন্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, শিগগিরই পানি সংকটে পড়তে যাচ্ছে গাজার ২৩ লাখ মানুষ।

এক বিবৃতিতে ইউএনআরডব্লিউএ জানিয়েছে, যুদ্ধের কিছু নীতিমালা রয়েছে। হাসপাতাল, বেসামরিক, স্কুল, ক্লিনিকে, জাতিসংঘ ভবনে হামলা করা উচিত নয়। তবে তা তারা মানছে না।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ইসরাইলের হামলায় গাজায় এ পর্যন্ত ১৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ২৮ চিকিৎসাকর্মী নিহত হয়েছে।

 

ইসরাইলে বোমার আঘাতে ২৩টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এদিকে সাদা ফসফরাস হামলার কারণে খালি করতে হয়েছে আল-দুরা পেডিয়াট্রিক হাসপাতাল।

 

এর আগে গাজায় বিদ্যুৎ-জ্বালানি-খাদ্যপণ্যের পর পানি সরবরাহ বন্ধ করেছে ইসরাইল। সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির জ্বালানিমন্ত্রী। বলেন, গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো খাবার, জ্বালানি বা কোনো পণ্য প্রবেশ করতে পারবে না অবরুদ্ধ অঞ্চলটিতে।

আরও পড়ুন  ‘তদন্ত করতে গিয়ে বুঝলাম, সাহেদ বিশ্ব চিটার।’

 

গাজার আকাশপথ ও সৈকত ইসরাইলের নিয়ন্ত্রণে। সেখানে কোন কোন ব্যক্তি যেতে পারবেন এবং কী কী পণ্য ঢুকতে পারবে, সে বিষয়ে বিধিনিষেধ রয়েছে ইসরাইলের।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ