সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২
ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়||মেয়র আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। বিচ্ছিন্নভাবে দুয়েকটি প্রতিষ্ঠান কিংবা মানুষের দ্বারা সমাজের সবাইকে সহযোগিতা করা সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে ছিন্নমূল মানুষের সহযোগিতায় জমজমের উদ্যোগ ও কার্যক্রম প্রশংসনীয়। সিসিকের বিভিন্ন কাজের সাথে তাদের কাজ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তাই সিসিকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস রাখছি।
নগরীর কুমারপাড়ায় নির্মিত বেসরকারি উন্নয়ন সংস্থা জমজম বাংলাদেশ-এর বহুতলবিশিষ্ট প্রধান কার্যালয়ের ভবন ‘জমজম টাওয়ার’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় জমজম বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও স্কলার আবদুর রহমান মাদানী, এ্যারকেপিটা-এর চিফ ফাইন্যান্স অফিসার আব্দুল মুঈজ চৌধুরী, অর্থমন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নাহিদ হোসেন, সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভলাপমেন্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এম.আই. চৌধুরী এবং সিনিয়র সচিব এনজিও ফাউন্ডেশন-এর চেয়ারম্যান সি.কিউ.কে মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমজম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঈন উদ্দিন আহমদ চৌধুরী এবং ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে জমজম এর কার্যক্রম উপস্থাপন করেন নির্বাহী পরিচালক মাহবুব সোবহানী চৌধুরী। অনুষ্ঠানে জমজম বাংলাদেশ-এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে জানানো হয়, জমজম-এর উদ্যোগে প্রতি বছর বিভিন্ন বস্তির শতাধিক কেন্দ্রে প্রায় ৩০০০ আর্ত ছিন্নমূল শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়। এ কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪০ হাজার শিশুকে ব্যাসিক লিটারেসি ও নৈতিক শিক্ষার আওতায় আনা হয়েছে।
এছাড়া সংস্থার মেডিকেল ক্যাম্পের মাধ্যমে নিয়মিত চিকিৎসা সেবা প্রদানসহ ৩ হাজার তরুণ তরুণীদের প্রশিক্ষণ প্রদান, শতাধিক সেলাই মেশিন প্রদান, ১১৭ টি ঘর ও ১৮টি মসজিদ নির্মাণ এবং শতাধিক টিউবওয়লে প্রদানসহ সেবামূলক কাজের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সভায় আরো জানানো হয়, জমজম বাংলাদেশ-এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৭ শতাধিক তরুণ-তরুণীর কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
জমজম প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ সুমি ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফেরদৌস আহমদ। বিজ্ঞপ্তি
উল্লেখ্য নগরীর কুমারপাড়ায় লন্ডন প্রবাসী লুৎফুন্নেছার দানকৃত ৮ শতক ভূমিতে নির্মিত ৬ তলা বিশিষ্ট ভবনে জমজম বাংলাদেশ-এর সেবা কার্যক্রম পরিচালিত হবে। ভুমিদাতা লন্ডন প্রবাসী লুৎফুন্নেছাকে জমজম-এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি