সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
♦জোহানেসবার্গে প্রবাসীদের সর্ববৃহৎ ক্রিকেট আসর সম্পন্ন♦
নোমান মাহমুদ, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা♦ আফ্রিকা-বাংলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে ২য় বারের মতো প্রবাসীদের জন্য সর্ববৃহৎ ক্রিকেট আসরের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
১৬ নভেম্বর জোহানেসবার্গ জু’লেক ক্রিকেট গ্রাউন্ড মাঠে বেলুন উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক নোমান মাহমুদের সভাপতিত্বে ও ব্যবস্থাপকদ্বয় যথাক্রমে এস এইচ মোশাররফ ও নুরুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিম আফ্রিকার আইসিসি কোচ হোসেইন আইয়ুব।
বিশেষ অতিথি ছিলেন শাপলা টিভি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেরাজ মিয়া, বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, সহ সভাপতি শফিকুল হক, দক্ষিণ আফ্রিকা বিএনপির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান, বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ফোরামের সভাপতি বাবু শৈবাল বড়ুয়া, দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের শামীম, কোষাধ্যক্ষ ওমর ফারুক, বিএনপি নেতা কাজল মিয়া, মোশাররফ হোসেন, সাউথইস্ট এক্সচেঞ্জের কান্ট্রি হেড কাজী ফরহাদ কামাল, কমিউনিটি নেতা মোহাম্মদ লিটন ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির ব্যবস্থাপকবৃন্দ যথাক্রমে ওমর শরীফ খাঁন, মোহাম্মদ নুরুল্লাহ, আব্দুল মুনিম মুন্না, মোহম্মদ হিমেল, কাজী জুয়েল, হাজী মোস্তফা, কালাম আহমদ প্রমূখ।

সাউথ আফ্রিকা
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে উইথব্যাংক কিংস ইলেভেন। তারা নির্ধারিত ২০ ওভারের আগেই ১৮.৩ ওভারে ৯৭ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মোশাররফ সর্বোচ্চ ২৪ রান করেন। ২য় ইনিংসে ৯৮ রানের টার্গেটে খেলতে নামে ব্রাকপান কিংস ইলেভেন।
তারা ১১.৫ ওভারে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায়। ২৫ রানে নট আউট হয়ে দলকে জিতিয়ে দেন আনিস। ম্যাচে সর্বোচ্চ ২৮ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাকপান কিংস ইলেভেনের আনিস। এছাড়াও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন ব্রাকপানের মোহাম্মদ ইব্রাহিম। উল্লেখ্য, চলতি বছরের টূর্ণামেন্টে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহর থেকে ১৬টি টিম অংশগ্রহণ করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি