সিলেট ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩
শনিবার (০২ ডিসেম্বর) স্থানীয় শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীপুরবাজার প্রদক্ষিণ করে বাজার সংলগ্ন গাড়ির স্ট্যান্ডে এসে সভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করা হয়।
মাও. আলাউদ্দিন রেদওয়ানের পরিচলনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার মোহতামিম মাও কবির আহমদ, ফাইজার পিতা আব্দুল হান্নান, মাওঃ উবায়দুল্লাহ হেলাল,মাওঃ আহমদ আমিন, আল আমিন প্রমুখ। সভায় বক্তারা অনতি বিলম্বে ফাইজা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য যে গত ২৬ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশা চাপায় শ্রীপুর নতুনবাজার মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী ফাইজা আক্তার নিহত হয়। ফাইজা পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুরবাজারে ব্যবসায়ী আব্দুল হান্নান টেইলরের কনিষ্ঠ মেয়ে। এ ব্যাপারে দোয়ারবাজার থানায় ডাউকের কাড়া নিবাসী মৃত মছদ্দর আলীর ছেলে তাজ আলী (১৬) কে আসামী করে মামলা রুজু করা হয়েছে। এস আই নবী হোসেন মামলার তদন্ত করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি