সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় ‘পর্যটনে তারুণ্য উৎসব ২০২৫’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮নভেম্বর) সকালে নগরীর সারদা হলের সামনে সাইক্লিং ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে উদ্বোধন করা হয়। কর্মসূচিতে জেলা প্রশাসক সারওয়ার আলম নিজে সাইকেল চালিয়ে তরুণদের সৃজনশীল ও সুস্থ প্রতিযোগিতায় নেতৃত্ব দেন।
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসেন সিংহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরের জামান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন।
সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় ক্বিনব্রিজ থেকে লাক্কাতুরা চা বাগান পর্যন্ত সাইকেলে রেলি অনুষ্ঠিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে ভলেন্টিয়ার অফ বাংলাদেশ, সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মো. সারওয়ার আলম বলেন, সিলেটের তারুণ্যের শক্তি, সুস্থতা ও প্রাণচাঞ্চল্যের বিকাশে সবসময় পাশে আছে জেলা প্রশাসন। তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে সৃজনশীল, সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি