`প্রথমেই ওরা পাথর দিয়ে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে ফেললো’

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৭

‘তখন মুশলধারে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন লাটিশোটা ও পাথর নিয়ে আক্রমণ করলো। প্রথমেই গাড়ির উইন্ডস্ক্রিন বিরাট একটা পাথর দিয়ে ভেঙে ফেললো। এরপর হামলা চালালো।’

সাংবাদিকদের এভাবে হামলার বর্ননা দিচ্ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার বেলা সাড়ে ১০টার দিকে পাহাড় ধসের দুর্গতদের দেখতে রাঙ্গুনিয়ার দিকে যাচ্ছিলেন তারা। এ সময় শান্তিরহাট এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়।

খসরু বলেন, ‘রাস্তা আটকে রড নিয়ে হামলা চালায় আমাদের ওপর। পাথরও নিক্ষেপ করে। দুটি গাড়ি ম্যাসাকার হয়ে গেছে।’ আমিসহ হামলার শিকার হয়ে মহাসচিব হাতে ব্যাথা পেয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমও আঘাত পেয়েছেন। একজনের মাথা ফেটে গেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ