বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০

বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি বৈঠক

 

প্রভাতবেলা ডেস্ক:

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সোমবার (৯ মার্চ) বিকাল ৩টায় সচিবদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে’ বিকাল ৪টায় ব্রিফ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

এর আগে, রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে।

 

এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ২৫ বছর।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ