শাবি ছাত্রলীগের ২ নেতা বহিস্কার

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

শাবি ছাত্রলীগের ২ নেতা বহিস্কার

শাবি, সংবাদদাতা: মহান স্বাধীনতা দিবসেই শাবি ছাত্রলীগের ২ নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রিয় ছাত্রলীগ। বহিস্কৃত দু’জনই র‌্যাবের হাতে আটক। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নিজ গ্রুপের প্রতিপক্ষকে ছুরিকাঘাত ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

২৬ মার্চ সোমবার  ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেল এবং মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অাজমল হোসাইন।

এর আগে ২৫ মার্চ রোববার  দুপুরে আধিপত্য বিস্তার ও কক্ষ দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন নাঈমকে ছুরিকাঘাত করেন রাসেল। গুরুতর আহত অবস্থায় জাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন  'স্যরি' বলবেন না মাশরাফি

এ ঘটনায় রোববার গভীর রাতে সিলেট নগরের সুবিদবাজারের এক্সেল টাওয়ারে অভিযান চালিয়ে রাসেলকে আটক করে র‌্যাব-৯এর সদস্যরার। এসময় তার সঙ্গে থাকা অাজমল হোসাইনকেও ধরে নিয়ে যায় র‌্যাব সদস্যরা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ