সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

সিলেটে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটের কাস্টঘরে কথিত ছিনতাইকালে গণপিটুনিতে যুবকের মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল । পুলিশ বলছে গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে অথচ নিহতের পরিবার, ঘটনার সময়, স্থান ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে । এ ঘটনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) কে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী।

রবিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। তিনি বলেন, মামলায় এজহার নামীয় কোন আসামী নেই।

এদিকে, ঘটনার প্রথম দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন তারা। তবে পুলিশ যেখানে গণপিটুনির কথা বলছে, সিটি করপোরেশনের সিসি টিভি ফুটেজে ওই এলাকায় এমন কোনও ঘটনার সত্যতা মেলেনি। স্থানীয় কাউন্সিলর ফুটেজ দেখে নিশ্চিত হয়ে এ দাবি করেছেন।

আরও পড়ুন  মান্নান-মানিকে আস্থা, তিন নতুনে ভরসা

নিহত রায়হানের মামাতো ভাই আব্দুর রহমান জানান, রায়হানের পায়ে লাঠির একাধিক আঘাত ছিল। হাতের কয়েকটি নখ উল্টানো ছিল। তাকে পুলিশই নির্যাতন করে মেরে ফেলেছে। আমরা এর বিচার দাবি করছি।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার জানান, নানা বিষয় মাথায় রেখে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ইতোমধ্যে মোবাইল নম্বর সংগ্রহ করে তদন্ত করা হচ্ছে। সেই সাথে সিসি ক্যামেরার ফুটেজ নিয়েও কাজ করে যাচ্ছে পুলিশের একটি দল।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ