সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
প্রভাতবেলা প্রতিবেদক:
গ্রেফতাররা হলেন-সিলেটের জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত মোজ্জামিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), বিশ্বনাথ থানার রামপাশার পাঠাকইন গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০) ও সুনামগঞ্জ জেলা সদরের জাহাঙ্গীরনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।
তিনি জানান, গ্রেফতাররা চিহিৃত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্নস্থানে মাদক কেনা-বেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে রাতে মামলা করেছে।
তিনি আরও বলেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রথমে সিলেট নগরের আম্বরখানা পেট্রোল পাম্প এলাকায় ওই তিনজনকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যর ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে আরও ১০ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫০ হাজার টাকা, দুটি চেক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে করে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি