উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার প্রাইভেট কারে পড়ে নিহত ৩।
রাজধানী ঢাকার উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেট কারের ওপর গার্ডার পড়েছে। এতে প্রাইভেটকারের অন্তত তিনজন যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোহসীন প্রভাতবেলা’কে বলেন, ‘গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে অন্তত তিনজন মারা গেছেন বলে আমরা মনে করছি।’
আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসিমউদ্দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, গার্ডারটি পড়ার সময় প্রাইভেট কারে ছয়জন যাত্রী ছিলেন। তাঁদের দুজনকে বের করা হয়েছে। চারজন এখনো দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতরে আটকা আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।