ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস আজ
প্রভাতবেলা ডেস্ক: আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক হয়েছিল।

বৈঠকে মাতৃভূমিকে স্বাধীন করতে জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও অবসরপ্রাপ্ত ২৭ জন সেনা কর্মকর্তা নিয়েছিলেন। এ বৈঠকেই সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোটি ছিল ৩ নম্বর সেক্টর কার্যালয়।

’৭১’র ৩ নম্বর সেক্টর কার্যালয়টি বর্তমানে ন্যাশনাল টি কোম্পানির ম্যানেজার বাংলো হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর পূর্ব-দক্ষিণ কোণে ২, ৩ ও ৪ নম্বর সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বুলেট আকৃতির স্মৃতিসৌধ। যা ১৯৭৫ সালের জুন মাসে বীরউত্তম কাজী মো. সফি উল্ল্যা উদ্বোধন করেছিলেন।

ওই স্থানটিকে নতুন প্রজন্মের জন্য ইতিহাস শিক্ষার জন্য সংরক্ষণ করে জাতীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন  নবীগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ম্যানেজার বাংলোটিকে জাদুঘর ঘোষণা করে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সংরক্ষণ করে রাখতে জাতীয়ভাবে তেলিয়াপাড়া দিবস পালনের দাবি করছেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনাম খান।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জানান, মঙ্গলবার (৪ এপ্রিল) ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও প্রয়াত বীর মুক্তিযুদ্ধাদের আত্মার মাগফেরাতে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ