কবিতা: আবেগী দহন -ফারহানা হৃদয়িনী

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

কবিতা: আবেগী দহন -ফারহানা হৃদয়িনী

একটা দিনের হোক না শুরু
মন খারাপের বার্তা ছাড়া,
এক প্রভাতী করবেনা তো
বাহুল্য প্রেমে দিশেহারা।
একেকটা দিন আসবে যাবে
অনুরাগের সুখ হারা,
এখনতো কেউ থাকবে নাকো
হয়ে অতি পাগল-পারা।
এখন থাকবে ডুবে আপন সুখে
কর্ম ক্লান্ত আত্মহারা,
ভালোবাসার বিরক্তিরা মনজুড়ে
বসাবে না আর পাহারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ