সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
চিনি ছিনতাই’র অভিযোগ থেকে সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ ৮ জনের নাম প্রত্যাহার
প্রভাতবেলা প্রতিবেদক, সিলেট ♦ সিলেট নগরীর পূর্ব কুশিঘাটে চিনি ছিনতাই ঘটনায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ ৮ জনের নাম প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারী দেলোয়ার হোসেন। গত ১০ অক্টোবর কুশিঘাট বাজারে স্থানীয় বিশিষ্টজন, অভিযোগকারী এবং অভিযুক্ত ৮ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে অভিযোগকারী দেলোয়ার হোসেন এ প্রত্যাহারের ঘোষণা দেন।
দেলোয়ার হোসেন বৈঠকে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে বলেন, তাৎক্ষণিকভাবে উল্লেখিত ব্যক্তিবর্গ সম্পর্কে আমি না জেনে অভিযোগপত্রে নাম দিয়েছি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ ৮ ব্যক্তির নাম আমি অভিযোগপত্র থেকে প্রত্যাহার করে নিলাম।
বিষয়টি তিনি ১১ অক্টোবর লিখিতভাবে এসএমপি’র শাহপরান থানাকে অবহিত করে একটি পত্র দাখিল করেন। অভিযোগ থেকে প্রত্যাহারকৃত অপর ৭ জন হচ্ছেন, শাহীন আহমদ, আলাল মিয়া, মকবুল মিয়া,মনসুর আহমদ,উজ্জল মিয়া,আফজল মিয়া ও উসমান মিয়া। শুধুমাত্র আব্দুল বাছিতের পুত্র শাওন আহমদের নাম অভিযোগপত্রে রেখে তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চালিয়ে যাবেন বলে দেলোয়ার হোসেন পত্রে উল্লেখ করেন।
প্রসঙ্গত: ৯ অক্টোবর জৈন্তাপুরের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র দেলোয়ার হোসেন শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি,গত ২৮ অক্টোবর পূর্ব কুশিঘাটে পুস্টি বেকারীর সম্মুখ থেকে ট্রাক বোঝাই ২১১ বস্তা চিনি ছিনতাইর অভিযোগ করেন। এ ঘটনায় উপরোল্লেখিত ৯ জনের নাম উল্লেখ করে প্রয়োজনীয় আইনী সহযোগিতা কামনা করেন।
এই চিনি ছিনতাই আর অভিযোগ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি করে। সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপনসহ ৮ অভিযুক্ত, অভিযোগকারী দেলোয়ারের সাথে যোগাযোগ করেন। তখন দেলোয়ার জানান, অভিযুক্তদের তিনি চিনেন না এবং তার অজ্ঞাতে অভিযোগপত্রে নাম দেয়া হয়েছে। তৃতীয় শক্তির কলকাটি নাড়ার কবল থেকে বেরিয়ে আসেন দেলোয়ার। তিনি পরিচ্ছন্ন ইমেজের সাবেক কাউন্সিলরসহ ৮ ব্যক্তির নাম প্রত্যাহার করে নেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক মানবজমিন ১১ অক্টোবর ‘ সিলেটে নিলামের চিনি ছিনতাই’-শিরোনামে একটি সংবাদ পরিবেশন করে। সোহেল আহমদ রিপন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী বলিস্ট গণমাধ্যম মানবজমিনে এরকম ভিত্তিহীন সংবাদ আমাদেরকে আশাহত করেছে। আমরা মানবজমিনের কাছে বস্তুনিস্ট সংবাদ প্রত্যাশা করি।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি