ছাতক-সুনামগঞ্জ রাস্তার বেহাল অবস্থা

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২১

ছাতক-সুনামগঞ্জ রাস্তার বেহাল অবস্থা

সুনামগঞ্জের দোয়ারাবাজার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চন পুরস্থ ছাতক-সুনামগঞ্জ রাস্তার চরম বেহাল অবস্থা। কিছু দিন পূর্বে রাজনপুরের ভাঙ্গায় কাজ হল।অথচ অতি সন্নিকটে কাঞ্চনপুরের ভাঙ্গা।এখানে কী কিছু বরাদ্দ দেয়া যায় না?এটা কোন নিয়ম? কোয়ার্টার কিলোমিটারের মধ্যে দুটো ভাঙ্গা। একটি গড়া হয় আর আরেকটি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছে।এটি মেরামত হলে পান্ডারগাও, মান্নারগাও সহ কয়েকটি ইউনিয়নের মানুষের অন্তত ছাতক যোগাযোগের পথটা সুগম হয়।

মু. কামাল উদ্দিন, দোয়ারাবাজার♦ শিক্ষক ও সাংবাদিক♦ এর টাইমলাইন থেকেনেয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ