সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
রাজশাহীতে মেয়েকে ধর্ষণের দায়ে নজরুল ইসলাম ওরফে কসাই নজরুল (৫০) নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নজরুল রাজশাহী মহানগরীর বাজেসিলিন্দা মহল্লার মৃত খবির উদ্দিনের ছেলে।
রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশেদ-উন-নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদ-উন-নবী জানান, ২০১৮ সালের ১৪ মে ভোরে মেয়ের মা রান্নার কাজে ছাত্রাবাসে গেলে ঘুমন্ত নাবালিকা মেয়েকে (১৪) ধর্ষণ করেন নজরুল। এ ঘটনাটি কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতে মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে নজরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিকে আদালতের কাঠগড়ায় উপস্থিত করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রায় ঘোষণার সময় আসামির কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি