মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত
প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

রোববার (২৫ আগস্ট) বিকাল ৫টার দিকে আমতৈল ইউনিয়নের আদোপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে আমতৈল ইউনিয়নের আদোপাশা এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটরসাইকেল আরোহী অনুপ চন্দ্র ও অনিক চন্দ্র গুরুত্বর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে.এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশা চালক ও গাড়ি আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ