সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪
রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, শেখ হাসিনা সরকার হাজার হাজার মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলে নিয়ে বন্দী করে রেখেছে। বুলডোজার দিয়ে আমাদের অনেক নেতাকর্মীদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে আমাদের সিদ্ধান্ত হলো, রাজনীতিতে প্রতিশোধের কোনো জায়গা নেই। উদার এবং রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, পেছনের দিকে যারা কামড়াকামড়ি করে তারা চিংড়ি মাছের মতো পেছনের দিকেই চলে যায়। জাতিকে সামনের দিকে নিয়ে যেতে হলে সিংহের মতো চলতে হবে। যারা প্রকৃত দেশপ্রেমিক, তারা কখনোই পেছনের হানাহানি নিয়ে প্রতিশোধের রাজনীতি করে না।
বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্য করে জামায়াতের আমীর বলেন, আমরা আমাদের চলার পথে আপনাদের সহযোগিতা চাই। আমরা হিংসা, হানাহানি চাইনা। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাইদের উপাসনালয় রক্ষা করার যথেষ্ট চেষ্টা করেছি। যেসব দুষ্কৃতিকারী হামলা করেছে তাদেরকে আমরা চিনি। আমরা তাদেরকেও মেসেজ দিয়েছি। আমরা এক স্বৈরাচারের হাত থেকে আরেক স্বৈরাচারের হাতে দেশবাসীকে তুলে দিতে পারিনা।
মতবিনিময় সভায় বৌদ্ধ ভিক্ষুরা বলেন, পৃথিবীতে সকল ধর্ম শান্তির পথ দেখায়। আমরা আর হানাহানি দেখতে চাইনা। এদেশে আমরা নিরাপত্তা হীনতায় ভুগতে চাইনা। আমরা এদেশে সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা প্রতিহিংসার রাজনীতি চাইনা। আমরা নিরাপদভাবে এদেশে বসবাস করতে চাই।
এসময় মতবিনিময় সভায় বৌদ্ধ ভিক্ষুসহ জামায়াতের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি