সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৫

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৫
প্রভাতবেলা ডেস্ক: ঢাকা জেলার আশুলিয়া এলাকায় সাংবাদিক পরিচয় ও বাসের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন— রজনী কান্ত সমান (৩৯), তোফাজ্জল হোসেন খান (২৯), সোহেল রানা (৩৭), লিটন খান ওরফে লিটু মুন্সি (৩৭) ও সেন্টু (২৯)। এ প্রতারক চক্রের মূলহোতা রজনী কান্ত সমান ও লিটন খান।

রোববার (৩১ মার্চ) র‌্যাব-৪ এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব-৪ জানায়, বেশ কিছুদিন ধরে একটি প্রতারক চক্র ধামরাই, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ভুয়া সাংবাদিক পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের চাঁদা আদায় করে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে একটি সংঘবদ্ধ চক্রকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষকে টার্গেট করে নিত্যনতুন ভিন্ন কৌশলে ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে সর্বস্ব হাতিয়ে নেওয়ার সময় ৩ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের দলের প্রধান হলেন রজনী কান্ত সমান।

আরও পড়ুন  বোমা বিস্ফোরণে হেলে পড়েছে আতিয়া মহল

র‌্যাব আরও জানায়, অন্যদিকে ধামরাই, সাভার, আশুলিয়া এলাকায় যাত্রী পরিবহনের টিকিট কালোবাজারি ও প্রতারক চক্র দূরপাল্লার যাত্রীদের ভুয়া টিকিট বিক্রি করে প্রতারণা করে আসছিল। তারা পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ওইসব এলাকার দূরপাল্লার যাত্রীবাহী বাসের টিকিট বিক্রির কথা বলে টিকিট সদৃশ সাদা কাগজে বাসের নাম ও তারিখ লিখে ভুয়া টিকিট বিক্রি করে টাকা আদায়ের প্রতারণায় জড়িত। এই চক্রের ২ জন সদস্যকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই চক্রের প্রধান লিটন খান ওরফে লুটু মুন্সি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ