সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
এর আগে ওসি মাহবুবুল আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে এক গৃহবধূর কাছে ৭ লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হয়। অডিওতে ৫ লাখ টাকা দিয়ে ওই গৃহবধূকে ওসি মাদক ব্যবসা করার পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিকে বদলি করতে আরও দুই লাখ টাকা দাবি করতে শোনা যায়। এই টাকা না দিলে বড় বিপদে পড়ে যাবেন বলে ওই গৃহবধূকে বলেন ওসি মাহবুবুল।
ফাঁস হওয়া ওই অডিও রেকর্ডে ওসি মাহবুবুল আলমকে বলতে শোনা যায়, ‘নির্বাচন করতে মন্ত্রী আমাকে গাইবান্ধা থেকে এখানে নিয়ে এসেছেন। মন্ত্রীর কথা ছাড়া কারও কথা শুনিনা। দুই লাখ টাকা দেন কালকেই ডিবির ওসিকে বদলি করে দিব। ‘মুক্তা (চারঘাটের মাদক সম্রাট নামে পরিচিত) অ্যাকশন নিতে পারবে না, শুভ (ছাত্রলীগ নেতা ও মাদক কারবারি) অ্যাকশন নিতে পারবে না। তোমরা ৫ লাখ টাকা দিতে পারবা? ধরে ওদের চালান দিয়ে দিব। থাকি না থাকি ওদের সাইজ করবো। তোমরা বাইরে থেকে ব্যবসা (মাদক ব্যবসা) করবে। নির্বাচনের আগে শুভকে ধরতে পারবো না। কথা সব ভেঙে বলবো না। যদি আতিকের (জেলা গোয়েন্দা শাখার ওসি) বদলি চাও ২ লাখ টাকা দাও। কালকেই আতিকের বদলি হয়ে যাবে।’
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে সাহারা বেগম (২৮) নামে ওই গৃহবধূকে ডেকে নিয়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। এ ঘটনার পর থেকে ভয়ে বাড়ি ছাড়া ওই গৃহবধূ। এ ঘটনায় শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। অভিযোগের অনুলিপির সঙ্গে ৬ মিনিট ৫৩ সেকেন্ডের ওসির একটি অডিও রেকর্ড পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ওসি মাহবুবুল আলমের সরকারি ফোনে কল প্রবেশ করেনি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া সেলের মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘আমরা অডিও রেকর্ডসহ একটি অভিযোগ পেয়েছি। ঘুষ চাওয়ার ঘটনা যদি সত্য হয় তবে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আগে ওই অডিওর কণ্ঠ ওসির কি না? সেটিও তদন্ত করে দেখা হবে।
সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি