সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বাংলাদেশ নারী ক্রিকেট দল জয় পেয়েছে। স্বাগতিক আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতি ক্রিকেটে জাহানারা আলম পেয়েছেন ৫ উইকেট।
এর আগে বাংলাদেশের হয়ে এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড ছিল বাংলাদেশ নারী ক্রিকেটে।
২০১২ সালের এশিয়া কাপ টি২০ তে সালমা খাতুন শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নিয়েছেন মাত্র ৬ রান দিয়ে। এছাড়া ওয়ানডেতে অফস্পিনার খাদিজা তুল কুবরা ২বার চার উইকেট নিয়েছেন। একবার করে নিয়েছেন রুমানা আহমেদ ও লতা মন্ডল।
আয়ারল্যান্ডে এই জয়ে ৩ ম্যাচ সিরিজের টি টোয়েন্টিতে ১-০ তে এগিয়ে গেল টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (২৮ জুন) ডাবলিনে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
ব্যাটিং নেমে জাহানারা আলমের বোলিং তোপে ৮ উইকেটের বিনিময়ে আইরিশরা সংগ্রহ করে ১৩৪ রান।
দুর্দান্ত বল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়ে ফেলেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট তুলে নিয়েছেন জাহানারা।
প্রথম স্পেলে নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার শিলিংটিন ও জয়সিকে। শেষ স্পেলের এক ওভারে আবারও তুলে নেন দুই উইকেট। আর নিজের শেষ ওভারে নেন আরও এক উইকেট।
টাইগ্রেসদের হয়ে এদিন বাকি দুই উইকেটের ১টি সালমা খাতুন ও অপরটি নিয়েছেন খাদিজাতুল কুবরা।
স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে ইসোবেল ৪১ বলে খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস।
বাংলাদেশ ১৩৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিগার সুলতানার ৩৮ বলে ৪৬ রানের দায়িত্বশীল ইনিংসে আইরিশদের দেয়া লক্ষ্য পৌঁছে যায়। এছাড়া ১৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন ফাহিমা খাতুন।
আয়ারল্যান্ডের হয়ে বল হাতে গ্যাবি লুইস ও এইমার রিচার্ডসন ২ টি করে উইকেট নেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি