কোম্পানীগঞ্জে চার বালুখেকো আটক

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

কোম্পানীগঞ্জে চার বালুখেকো আটক

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ: সরকারি বিধি অমান্য করে সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর তলদেশ থেকে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকাও জব্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এ কাজে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জের নয়াগাঙ্গের পাড়ের  মানিক মিয়ার ছেলে আলকাস মিয়া (২৬),  আলেক রব্বানের ছেলে মোক্তার হোসেন (২৬),  ইব্রাহিম আলির ছেলে মো. আ. খালেক (২৮),  এবং গুচ্ছগ্রামের হোসেন মিয়ার ছেলে আসিক মিয়া (২০)।

পুলিশ জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর পরিবেশ ও আশপাশের গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ