সিলেট ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫
প্রভাতবেলা প্রতিবেদক♦ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর (উত্তর) আমীর ও কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, দেশী বিদেশী বিভিন্ন এজেন্সি ও সংস্থা তাদের জরিপে জামায়াত এককভাবে সংখ্যাগরিস্ট আসনে বিজয়ের রিপোর্ট দিয়েছে। এসব রিপোর্টে ১৭০ থেকে ১৯০টি আসনে জামায়াতের সম্ভাবনা রয়েছে বলা হয়েছে।
সেলিম উদ্দিন বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ। আর দেশের ইতিহাসে প্রথমবারের মত প্রধানমন্ত্রী পাবে সিলেট। সিলেটের কৃতি সন্তান ডা. শফিকুর রহমান হবেন আগামীর প্রধানমন্ত্রী। ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করতে হবেনা।
শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জে ছাত্র ও যুবদের নিয়ে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশের রাজনৈতিক অস্থিরতা, নেতৃত্ব সংকট এবং প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে সেলিম উদ্দিন বলেন, “এদেশে ফ্যাসিস্ট শাসন আর ফিরে আসবে না। যে দল প্যাকেট বিতরণ নিয়ে নিজেরাই মারামারি করে, এক এমপির নাম ঘোষণার পর বাকি ১১ জন মনোনয়ন না পেয়ে ঝাপিয়ে পড়ে—সেই দল দিয়ে দেশের সুশাসন আসবে না।”
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন মহলের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে গ্যাসসহ বিভিন্ন খাত থেকে অনেকে কোটি কোটি টাকা লুট করেছে। এসব দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনেরও হুঁশিয়ারি দেন তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সেলিম উদ্দিন বলেন,
“আমি রাজনীতি করতে এখানে আসিনি, দায়িত্ব নিতে এসেছি। আপনারা একবার সুযোগ দিন—প্রথম পাঁচ বছরে যদি আপনাদের সমস্যার সমাধান করতে ব্যর্থ হই, আর দ্বিতীয়বার আপনাদের দ্বারে আসবো না।”
তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক বিশৃঙ্খলা, বেকারত্ব, দুর্নীতি এবং প্রশাসনিক অদক্ষতার সমাধান করতে হলে নতুন নেতৃত্বকে সুযোগ দেওয়ার বিকল্প নেই। এ জন্য ‘একবারের জন্য’ জামাতকে ভোট দিয়ে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
বেলা ৩ টায় গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজ মাঠে উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ জামালের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর ও এসিস্ট্যান্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু’র ভিপি, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক (সাদেক কায়েম)।
তিনি তার বক্তব্যে বলেন, মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই যুদ্ধাদের অগ্রসেনানী। ন্যায় ইনসাফ এবং এ অঞ্চলের মানুষের অধিকার আদায়ের জন্য তাকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। তারুণ্যের প্রথম ভোট ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় হোক।
মাওলানা আলী হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নজমুল ইসলাম,প্রবাসী কমিউনিটি নেতা ছাত্র শিবিরের সিলেট জেলা দক্ষিণের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিষ্টার কাওছার হোসেন কোরেশী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি কবির আহমদ, পৌর যুব বিভাগের সভাপতি সুহেল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আশফাক আল মান্নান লিপু, ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি আবুল কালাম মোহাম্মদ ইউসুফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী পূর্ব শিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ, আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ, দেলওয়ার চৌধুরী, মিছবাহ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী আলিমুল এহসান চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্দুল হামিদ, সৈয়দ বাহারুল ইসলাম, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, হাফিজ রায়হান উদ্দিন, শাবি ছাত্র শিবিরের সভাপতি তারেক মনোয়ার, সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারী শহিদুল ইসলাম সাজু, রেজাউল ইসলাম, সিলেট জেলা সাবেক সভাপতি রোকন উদ্দিন, জামায়াত নেতা মাওলানা জমির উদ্দিন, আতিকুর রহমান, এডভোকেট আজিম উদ্দিন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ আব্দুস সত্তার মুন্না, মোজাহিদুল ইসলাম রাজু, হাফিজ রেজাউল করিম প্রমুখ।
বাদ আসর এমসি একাডেমি মাঠ থেকে মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল শুরু হয়ে গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত শিবির কর্মী-সমর্থকসহ এলাকার হাজার হাজার মানুষ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি