সিলেট ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
প্রতিনিধি, ছাতক: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” – এই স্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে (০১ সেপ্টেম্বর)) উপজেলার জাহিদপুর পুলিশ ফাঁড়ির সামনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন করা।
দোলার বাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও বিট পুলিশ সদস্য সত্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (সুনামগঞ্জ সার্কেল) আব্দুল কাদের। তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়া সম্ভব উপস্থিত জনসাধারণকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ করে যাচ্ছেন। এই উদ্যোগ এলাকায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ, এসআই মঞ্জুর, জালালাবাদ থানা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক শাহিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিউর রহমান রুহেল, ফয়জুর রহমান, হাফিজুর রহমান, মুশফিকুর রহমান, ছাদিকুর রহমান ছাদিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মানিক মিয়া, ওসমান, কিবরিয়া, জামায়াত নেতা জাবেদ আহমেদ, রাহাত আহমদ প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি