সিলেট ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬
দেশ- মাটির সন্তান নির্বাচনে জৈন্তাপুরে গণজোয়ারদ♦️
দেশ মাটি, দেশের সন্তান, এলাকার ভাই এর পক্ষে গণজোয়ার সৃস্টি হয়েছে সীমান্তের জনপদ জৈন্তাপুরে। মাঠ ঘাট প্রান্তরে দাঁড়িপাল্লার পক্ষে জনতার শ্লোগান। সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। জয়নাল আবেদীন দেশের ভাই, দাঁড়িপাল্লায় ভোট চাই।
বুধবার ২৮ জানুয়ারি দিনভর সিলেট -৪ আসনের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থানকালে এমন দৃশ্য পরিলক্ষিত হয়।
দিনমজুর রফিক উদ্দিন জানান, এই মাটির সন্তান জয়নাল আবেদীন আমরা তাকেই ভোট দিব।
ক্ষুদ্র ব্যবসায়ী আজির মিয়া। তিনি বলেন, ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা, আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব।
জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগন্জ উপজেলা নিয়ে সিলেট -৪ আসন। জৈন্তাপুরের হাজারী সেনগ্রাম। জৈন্তার সন্তান হিসেবে এবং একাধিকবারের উপজেলা চেয়ারম্যান হিসেবে এই অঞ্চলের ভোটে তাঁর একক আধিপত্য রয়েছে।
একই ভাবে গোটা নির্বাচনী এলাকার মানুষের মাঝে স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের আবেগ ও অনুভূতি কাজ করছে। যার ইতিবাচক প্রভাব পড়ছে ১১ দলীয় জোটের প্রার্থী জয়নাল আবেদীন এর পক্ষে।
বুধবার বিকেলে জৈন্তাপুর বাজারে গণসংযোগ করেন জয়নাল আবেদীন। এসময় তিনি গণমাধ্যমকে বলেন, হাজার বছরের অবহেলিত জনপদ জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগন্জ। এই এলাকার মানুষ তার সন্তান, তার ভাই – ভাতিজা কে সংসদে পাঠাতে চায়। এখানে কোন আগন্তুককে চায়না এলাকার জনগণ।
বুধবার নিজপাট ইউনিয়ন, জৈন্তাপুর বাজারে গণসংযোগ ও ছাতারখাই স্কুল মাঠে পথসভায় যোগ দেন জয়নাল আবেদীন।
এছাড়া রাতে মাহাইল স্কুল মাঠে মুরব্বীদের সাথে এবং কুড়িগ্রাম ত্রিমুখী পয়েন্টে যুবকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি