সিলেট ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪
গ্রেফতারের বিষয় নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে মুকুলকে আদালতে পাঠানো হবে। এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতার মুকুল পূর্বধলা হাসপাতাল রোডের মৃত কামাল কুদ্দুস আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মাজহারুল ইসলাম সোহেল ফকিরের ৪টি নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর করা হয়। পুটিকা, ইচুলিয়া, শিমুলকান্দি ও ভবেরবাজার এলাকায় থাকা স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর ও ১০ সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
ওই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সোহেল ফকিরের কর্মী রাসেল মিয়া বাদী হয়ে মঙ্গলবার রাতেই নৌকা সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও মুকুল কায়সার আকন্দসহ ১৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মুকুল কায়সার আকন্দকে আজ বিকেলে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি