পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১০, ২০১৮

ধামরাই  সংবাদদাতাঃ ধামরাইয়ে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত হালিম ওই ইউনিয়নের পানকাত্তা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি ধামরাই আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, আর্জেন্টিনার সমর্থক ছিলেন হালিম। প্রিয় দলের পতাকা ওড়ানোর জন্য রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি মেহগনি গাছে ওঠেন। ওই গাছের পাশে বৈদ্যুতিক ৪৪০ ভোল্ট লাইনের তারে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান হালিম।

 

ধামরাই থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাচ্চু মিয়ার সঙ্গে  যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে আমাদের কাছে কেউ কিছু জানায়নি। তবে নিহতের কোনো আত্মীয়-স্বজন জানালে অবশ্যই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ