পাম্প কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যাঃ যুবদল নেতা গ্রেফতার

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬

পাম্প কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যাঃ যুবদল নেতা গ্রেফতার

তেলের টাকা না দিয়ে পাম্প কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা করেছেন যুবদল নেতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে। রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনে। খবর সংবাদদাতার♦

পেট্রোল পাম্পের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তার গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তারের করেছে পুলিশ।

সিসিটিভির ভিডিওর ভিত্তিতে পুলিশ জানায়, তেলের টাকা না দিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়ালে পাম্পের কর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।

নিহত ব্যক্তির নাম রিপন সাহা (৩২)। তিনি গোয়ালন্দ মোড় এলাকায় ‘করিম ফিলিং স্টেশনে’ কাজ করতেন। শুক্রবার ভো‌রে ওই ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপা দেওয়া হয় তাকে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলছেন, “এটা দুর্ঘটনা না, আমরা হত্যার অভিযোগে মামলা নেব। তারা তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় পাম্পকর্মী সামনে দাঁড়ায়। তখন তাকে চাপা দিয়ে পালিয়ে যায় তারা।”

আরও পড়ুন  কারচালকের বেঁচে যাওয়ার মর্মস্পর্শী বর্ণনা

আবুল হাশেম সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি প্রথম শ্রেণীর একজন ঠিকাদার।

 

সর্বশেষ সংবাদ