প্রভাতবেলা প্রীতি সম্মিলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩

প্রভাতবেলা প্রীতি সম্মিলনে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী
গত শনিবার (২৫ নভেম্বর) সিলেটের সংবাদপত্র জগতে ব্যতিক্রমী এক আয়োজন করে দৈনিক প্রভাতবেলা । ‘প্রাণের আবহে জাগোক প্রাণ’ স্লোগানে আয়োজিত প্রীতি সম্মিলনি হয়ে উঠে সিলেট পরিক্রমা ও প্রভাতবেলার নবীন-প্রবীণ সংবাদকর্মীদের মিলনমেলা । প্রীতি সম্মিলনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ।

 

গত শনিবার (২৫ নভেম্বর) সিলেটের সংবাদপত্র জগতে ব্যতিক্রমী এক আয়োজন করে দৈনিক প্রভাতবেলা । 'প্রাণের আবহে জাগোক প্রাণ' স্লোগানে আয়োজিত প্রীতি সম্মিলনি হয়ে উঠে সিলেট পরিক্রমা ও প্রভাতবেলার নবীন-প্রবীণ সংবাদকর্মীদের মিলনমেলা । প্রীতি সম্মিলনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ।

প্রভাতবেলা পরিবারের পক্ষে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সম্পাদক কবীর আহমদ সোহেল ।

 

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্পাদকসহ অতিথিবৃন্দ ।।

 

প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ।।।

সর্বশেষ সংবাদ