সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দুপুরে চিত্রাঙ্কন, ছড়া গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জুম বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মিরাজুল মোহসিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর, শিক্ষক এবং ব্যবসায়ীসহ সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
দুপুরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
নগরীর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গত ২৬ অক্টোবর জুম বাংলাদেশ স্কুলের রংপুর শাখা উদ্বোধন করেন পুনাকের রংপুর মেট্রোপলিটন সভাপতি সভাপতি নাসিমা সুলতানা।
রংপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে জুম বাংলাদেশের আরও আটটি স্কুল পরিচালিত হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি