সিলেট ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আর্থিক ও সামাজিক উন্নতির আশায় ইউরোপ যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি। তখন জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের শাহীন আহমদের স্ত্রী আমিনা বেগম তালুকদার জানায় তার স্বামী শাহীন আহমদ লিবিয়ায় থাকেন এবং তিনি লিবিয়া হয়ে ইউরোপের দেশ ইটালিতে পাঠাতে পারবে। এ সময় একই গ্রামের লাল মিয়ার পুত্র রোকন আহমদ, মৃত ইরশাদ আলীর পুত্র তোতা মিয়া ও ছন্দন মিয়া এবং রঙ্গুম উল্লাহর পুত্র হারুণ মিয়া ও ইসহাক আলীর পুত্র শাহজাহান আহমদ তার সাথে ছিলেন এবং তারাও শাহীনের স্ত্রী আমিনার সাথে মিলে লিবিয়া হয়ে ইউরোপে লোক পাঠান বলে নিশ্চিত করেন।
লিখিত বক্তব্যে সানোয়ারা জানান, আমিনা বেগম তালুকদারসহ তারা সবাই মিলে মশাহিদ আলীকে ইতালি পাঠানোর বিনিময়ে আমাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকা গ্রহণের চুক্তি করে। তখন শাহীনের স্ত্রী ও তার সহযোগী রোকন আহমদ, তোতা মিয়া ও ছন্দন মিয়া, শাহজাহান এবং হারুণ মিয়া মিলে রোকন মিয়ার মাধ্যমে মশাহিদ আলীর পাসপোর্ট ও প্রথম দফায় ৩ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, একপর্যায়ে বিভিন্ন মাধ্যমে জানতে পারি লিবিয়ায় জিম্মি থাকাবস্থায় আমিনা বেগম তালুকদারসহ তার সহযোগী রোকন আহমদ, তোতা মিয়া, ছন্দন মিয়া ও হারুণ মিয়ার কথায় আমিনার স্বামী শাহীন ও তার অজ্ঞাত সহযোগীরা অমানবিক নির্যাতন করে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করে রেখেছে।
সানোয়ারা অভিযোগ করেন, এ বিষয়ে শাহীনের স্ত্রী আমিনা বেগম ও তার সহযোগীদের কাছে মশাহিদ আলীকে জীবিত অথবা মৃত ফেরত চাইলে তারা উল্টো সন্তানাদিসহ তাকে অপহরণ ও খুন গুম করার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে সানোয়ারা বেগম প্র তার স্বামী সৈয়দ মশাহিদ আলীকে উদ্ধার ও আত্মসাৎকৃত ২২ লাখ টাকা ফেরত পেতে এবং আমিনা বেগম তালুকদার ও তার সহযোগী মানব পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি