সিলেট ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলী সাদী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক ।
নিহত বড়ভাই বাথুলী সাদী গ্রামের সেন্টু মিয়ার ছেলে মো. মজিদ। এ ঘটনায় ছোটভাই শফিকুল ইসলাম আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, তাদের বাড়ির তাঁত মেশিনের ভাগ নিয়ে দুই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে ফের বিরোধ সৃষ্টি হলে ছোটভাই শফিকুল ইসলাম তার বড়ভাই মজিদকে ছুরিকাঘাত করেন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের দুজনকেই আহতাবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিদের মৃত্যু হয়।
বাসাইল থানার ওসি হারুণ অর রশিদ বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি