ব্রাদার্সকে ৫ উইকেটে হারালো বীর বিক্রম

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৪

ব্রাদার্সকে ৫ উইকেটে হারালো বীর বিক্রম

তানজীল শাহরিয়ার : মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ২১শ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

 

 

ঘন কুয়াশার কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়, ম্যাচটি ৩৫ অভারের খেলা হবে নির্ধারিত হয়। টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র।

 

 

সুমন এবং মিনহাজ শুরুতেই উইকেট এনে দেন বীর বিক্রমকে। ৪র্থ অভারে ১৭ রানেই দুই অপেনার সাজঘরে ফেরেন। সাব্বির-অমিত-আশরাফুলের বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ব্রাদার্স।

 

 

১৯.৩ অভারে মাত্র ৫২ রান তুলতেই ব্রাদার্সের ৭ জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে আসেন।

 

 

৮ম উইকেটে সুজন এবং শরিফ মিলে ৩৩ রান তুলে উইকেট পড়ার স্রোতে কিছুটা রুখে দাঁড়িয়েছেন। তবে, ৮৫ রানে এই জুটি বিচ্ছিন্ন হলে বেশিদূর এগোয়নি ব্রাদার্সের ইনিংস। ৩১.২ অভারে সব উইকেট খুইয়ে ৯৪ রানে থেমে যায় ১ম ইনিংস।

আরও পড়ুন  টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

 

 

ব্রাদার্সের সুজন ৩৯, শরিফ ১৬, আবির ১০ রান করেন। বাকি ৭ ব্যাটারের সংগ্রহ ছিলো সাকল্যে ১৭! অতিরিক্ত খাত থেকে আসে ১২ রান।

হাত ঘুরিয়ে বীর বিক্রমের কোনো বোলারই খালি হাতে ফেরেননি। সাব্বির, অমিত, মিনহাজ ২টি করে, শফি, সুমন, আশরাফুল ১টি করে উইকেট লাভ করেন।

অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানেই প্রথম ধাক্কা খায় বীর বিক্রম। ২য় উইকেটে ২৪ রান তুলে প্রাথমিকভাবে বীর বিক্রমের ব্যাটিংয়ের শিরদাঁড়া শক্ত করেন সুমন এবং মাসুম। এরপর ৫৮ রানে বীর বিক্রমের ৫ উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেন ব্রাদার্সের বোলাররা।

 

 

মিনহাজ এবং আশরাফুল ৬ষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে ৩৯ রান তুলে জয়ের বন্দরে নোঙ্গর করেন।

 

 

এই দুই ব্যাটার দায়িত্বশীল ব্যাটিং করে আর কোনো উইকেট না হারিয়ে জয়লাভ নিশ্চিত করেন।

 

 

২৪.২ অভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে বীর বিক্রম।

আরও পড়ুন  শুভমান গিলের ব্যাটে ঝড়।। কলকাতার কাছে হারালো চেন্নাই

 

আশরাফুল ২৪(অপরাজিত), সুমন ২৩, মিনহাজ ২২(অপরাজিত), আশফাক ১৩ রান করেন।
ব্রাদার্সের সামাদ এবং রনি ২টি করে, আবির ১টি উইকেট লাভ করেন।

 

ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম্যান্স করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বীর বিক্রমের মিনহাজ।

 

৫ম ম্যাচে বীর বিক্রম ৩য় জয় পেয়েছে। সমান সংখ্যক ম্যাচে ব্রাদার্সের জয় ১টি।

সর্বশেষ সংবাদ